
নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাটঃ সিলেট মহানগরীর বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরায় চিকিৎসাধীন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ
মোহাম্মদ ইব্রাহিমকে দেখতে গেলেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো; ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টারকে সাথে নিয়ে মন্ত্রী মাউন্ট এডোরা হাসপাতালে ছুটে যান।
এ সময় অসুস্থ মোহাম্মদ ইব্রাহিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরে চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা নিয়ে আলাপ করেন। তিনি এ নেতার রোগমুক্তি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিমের জৈষ্ঠ্যপুত্র ডাঃ নুরে আলম শামীম।