
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি -২ এর সাবেক চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অসুস্থ এম,মুহিবুর রহমানকে দেখতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি রবিবার (২ জুলাই) সন্ধ্যা ৭ টায় সিলেট মহানগরীর পীরমহল্লাস্থ এম,মুহিবুর রহমানের বাসায় দলীয় নেতাকর্মী নিয়ে উপস্থিত হন এবং মুহিবুর রহমানের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, মুহিবুর রহমানের জৈষ্ঠ্যপুত্র ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন প্রমুখ