
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১৫ জুলাই) সিলেটে সমাবেশ করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অনুমতি চেয়ে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা।
বুধবার (৫ জুলাই) জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারী মো. শাহজাহান আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই আবেদন এসমপিতে জমা দিয়েছেন। আবেদনে আগমী শনিবার (১৫ জুলাই) দুপুর ২টায় সিলেট সাব রেজিস্ট্রার মাঠে সমাবেশ করার অনুমতি চেয়েছে দলটি।
সিলেট মহানগর শাখার সেক্রেটারী মো. শাহজাহান আলী জানান, ১৫ জুলাই সিলেটে সমাবেশ করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অনুমতি চেয়ে আবেদন করেছি। আমরা শান্তিপূর্ণ একটি সমাবেশ করতে চাই। আশা করছি তারা আমাদের সমাবেশের অনুমতি দেবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।