
নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাটঃ সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করে গোয়াইনঘাট উপজেলা বিএনপি উদ্যোগে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বাদ জোহর গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার মসজিদে দলের কয়েক শ’ নেতাকর্মী এই মাহফিল ও মোনাজাতে যোগ দেন। কাইয়ুম চৌধুরীর আশু আরোগ্য ও সুস্থতার কামনা, দেশবাসী ও দলের নেতাকর্মীদের করোনা ও অন্যান্য রোগে মৃত্যুবরণে তাদের মাগফিরাত কামনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশায় থেকে রেহাই পেতে দোয়া ও মিলাদ মাহফিল’।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, আমারা সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর আশু রোগ মুক্তি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তার রোগ দ্রুত সেরেদেন এই কামনা করছি। পাশাপাশি আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে আরোগ্য কামনা করব। এ দেশের মানুষ, এ দেশের জনগণ, এ দেশের বাকস্বাধীনতা আমরা যদি এগুলোর কথা বলি, এগুলো রক্ষার কথা বলি, এগুলো আদায়ের কথা বলি তাহলে একটি নাম উদ্ভাসিত হয় জনতার মানসপটে, বাংলাদেশের দৃশ্যপটে যে বড় প্রতিকৃতিটা আমাদের সামনে ভেসে উঠে সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া। মিলাদ মাহফিল ও মোনাজাতে অংশগ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য আমির উদ্দিন,নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ আইয়ুব আলী, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ইউপি সদস্য মতিউর রহমান, সিরাজুল ইসলাম ফকির, মজর আলী, বিলাল উদ্দিন, বিলাল উদ্দিন (২),হাজী আকিকুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা ফয়েজ উদ্দিন, বদরুল ইসলাম বদর,ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি জফুর মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি/সম্পাদক হেলাল উদ্দিন, বাবুল মিয়া, বশির উদ্দিন, নেছার আহমদ, ফারুক আহমদ, হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মুমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব সালিক আহমদ সাদী,সদস্য আকদ্দুস মিয়া, নন্দিরগাওঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন প্রমুখ।