
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার হাওরে নৌকা ডুবে নিখোঁজ ফরিদ মিয়ার লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্থানীয় জেলেদের জালে উঠে তার লাশ। এর আগে বুধবার সকাল ৫ টায় নৌকা ডুবে নিখোঁজ হোন ফরিদ মিয়া। তিনি উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত ছায়েব আলীর পুত্র। বুধবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা খোজাখুজি করলেও তার কোনো খুঁজ মেলেনি। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন জানান, লাশ পাওয়া গেছে আমরা খবর পেয়েছি। আমরা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।