
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে অটোরিকশা দুর্ঘটনায় হাফসা আক্তার নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে জাফলং চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফসা উপজেলার নলজুরি আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে ও স্থানীয় গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২ টার দিকে জাফলং থেকে রাধানগর যাওয়ার পথে জাফলং চা-বাগান এলাকায় অটো দুর্ঘটনা ঘটে। সেখান থেকে স্থানীয়রা গুরুতর আহত হাফসাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম. নজরুল বলেন, আমরা ঘটনা শুনেছি। আমাদের কাছে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।