
নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাটঃ গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ ইব্রাহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বাদ জোহর গোয়াইনঘাট মডেল মসজিদে উক্ত মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়ে। মিলাদ মাহফিল ও মোনাজাতে অংশগ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, আব্দুল হক, মুসলিম উদ্দিন ভূঁইয়া,সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে শাহাব উদ্দিন শিহাব, মামুন পারভেজ, গোলাম রব্বানী সুমন, রফিকুল ইসলাম, লোকমান হোসেন, মুজিবুর রহমান, নজরুল ইসলাম, মিনহাজ উদ্দিন, এম নিজাম উদ্দিন, মোহাম্মদ লোকমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান,গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ। এর আগে গোয়াইনঘাট মডেল মসজিদে কোরআনে খতম অনুষ্ঠিত হয়।