
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে শোকাহত পুরো আওয়ামী লীগ পরিবার। তিনি বলেন মোহাম্মদ ইব্রাহিম আমৃত্যু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সব ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো। আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।’ তিনি বলেন, ‘মোহাম্মদ ইব্রাহিম ছিলেন দলের দুঃসময়ের সাহসী কর্মী। ছিলেন একজন বলিষ্ঠ সংগঠক। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।’ মঙ্গলবার (১৮ জুলাই) গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ ইব্রাহিমের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ-সব কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, এতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু , গোলাপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামসুল আলম, সুভাষ চন্দ্র পাল ছানা, বীরমুক্তি যোদ্ধা আব্দুল হক, মুসলিম উদ্দিন ভূঁইয়া,সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে শাহাব উদ্দিন শিহাব, মামুন পারভেজ, গোলাম রব্বানী সুমন, রফিকুল ইসলাম, লোকমান হোসেন, মুজিবুর রহমান, নজরুল ইসলাম, মিনহাজ উদ্দিন, এম নিজাম উদ্দিন, মোহাম্মদ লোকমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ,যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহমেদ মোস্তাকিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল,গোলাম কিবরিয়া রাসেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকের মধ্যে সিরাজ উদ্দিন, ফারুক আহমদ, আলাউদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান, গোয়াইনঘাট উপজেলা তাতীলীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, সাধারণ সম্পাদক শাহিন আহমদ সাবুল প্রমুখ।