
হাজার মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ও ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজী মাও আমির উদ্দিন। বৃহস্পতিবার বাদ আসর কালীবাড়ি মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবার কববের পাশে তাকে সমাহিত করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন কলাবাড়ী মাদ্রাসার প্রিন্সিপাল তাঁর চাচাত ভাই মুফতি মাওলানা আব্দুল মছব্বির। জানাজায় বিভিন্ন পর্যায়ের রাজনীতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক ও আলেম ওলামাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সুন্দ্রগাঁও নামক স্থানে পিয়াইনগুল উচ্চ বিদ্যালয়ের পাশে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনিসহ ৫ জন ও পরে দুই জন নিহত হন। তিনি উপজেলার পূর্ব ইসলামপূর ইউনিয়নের কালীবাড়ী গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে। পাঁচ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন সর্ব কনিষ্ঠ। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪২ বছর।তিনি স্ত্রী এবং ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।