
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু মহাসড়কে প্রতিনিয়ত ঘটে সড়ক দুর্ঘটনা। গত (২০শে জুলাই) বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে সিএনজি ও মাইত্রুোবাসের সংঘর্ষে পাড়ুয়া স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক কাজি আমির উদীনসহ মোট ৭ জন নিহত হন। মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ (কোছাক) এর নেতৃবৃন্দ। “দাবি মোদের একটাই,নিরাপদ সড়ক চাই” এই স্লোগানকে সামনে রেখেই সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে বেপরোয়া ড্রাইভিং,ফিটনেস ও লাইসেন্স বিহীন গাড়ি নিষিদ্ধকরণ এবং নিরাপদ সড়কের দাবিতে কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ(কোছাক) এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৩শে জুলাই ) রবিবার কোম্পানীগঞ্জ থানাবাজার পয়েন্টে সকাল ১২ ঘটিকায় কোছাকের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুবের সঞ্চালনায় নিরাপদ সড়কের দাবিতে মানবন্ধনে বক্তব্য রাখেন জামিয়া রাহমানিয়া থানা সদর মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওঃ আহমদ ইয়াকুব। তিনি বলেন কোম্পানীগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক পেয়ে বাস্তবায়ন হয়েছে। কিন্তু দুর্ঘটনা এড়াতে নেয়া হয়নি কোনো পদক্ষেপ। যার দরুন প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অনেক মায়ের কোল খালি হচ্ছে সন্তান হারিয়ে। সুতরাং আমাদের দাবী জামিয়া রাহমানিয়া মাদ্রাসা সামনে থানাবাজার পয়েন্টসহ কোম্পানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে। কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব বলেন সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে উপজেলার প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠান এবং পয়েন্টের সামনে গাড়ির গতিসীমা সর্বোচ্চ ৩০ রাখতে হবে এবং উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাইফুর রহমান কলেজে,থানাবাজার পয়েন্ট,উপজেলা পরিষদ গেইটের সামনে দ্রুত স্পিডব্রেকার নির্মাণ করে, অন্যান্য শিক্ষা- প্রতিষ্ঠান ও পয়েন্টের সামনে স্পিড ব্রেকার দিতে হবে। দাবি আদায় না হলে পরবর্তীতে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবো। কোছাকের উপ-দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান নাঈম বলেন সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একের পর এক দুর্ঘটনা দেখতেছি।আমরা আর দুর্ঘটনা দেখতে চাইনা, হারাতে চাইনা আমাদের সহপাঠী ছাত্র-ছাত্রী,ভাই-বোনসহ, শিক্ষক,শ্রমিক ও দিনমজুরদের।আমাদের দাবি আদায় করতেই হবে। এছাড়াও বক্তব্য রাখেন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান,জামিয়া রাহমানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সুহেল রানা, মামুন আহমেদ, কাউসার আহমেদ, মাও সালেহ আহমদ,কোছাক সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব, সহ-সভাপতি আব্দুল হাকিম, নুরুল হক, লিটন আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী, ফাহিম আহমদ, প্রচার সম্পাদক নাদিব হাসান আরমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু তাইব, আইন ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক সিদ্দিকি আবুল আলা, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম তথ্য বিষয়ক সম্পাদক তারেক আহমদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সহ কোছাক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,অভিভাবক।