
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের আদিতমারীতে পুকুরে ডুবে ঝুমকী রানি নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মহিষখোচা বাজার সংলগ্ন বৈশ্যপাড়ায় এ ঘটনা ঘটে। ঝুমকী রানি ওই এলাকার সুশীল চন্দ্র রায়ের মেয়ে। ওই এলাকার বাসিন্দা অ্যাডভোকেট কমল চন্দ্র রায় জানান, মহিষখোচা বাজার সংলগ্ন বাড়ি হওয়ায় মঙ্গলবার ১১টার দিকে বাড়ি থেকে বাজারের দোকানে চকলেট নিতে যায় ঝুমকী। যাওয়ার পথে রবি রাম মার্কেট সংলগ্ন পুকুরে সে পড়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ পুকুরে ভেসে উঠায় দেখতে পেয়ে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।