
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রাবার ড্রাম এলাকায় ধরলা নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই দিনে জেলার আদিতমারীর মহিষখোচায় পুকুরের পানিতে ডুবে ঝুমকি রানি নামে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তিন বন্ধু মিলে পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী রাফসান (১৩) ও ৫ম শ্রেণীর শিক্ষার্থী মিসকাত (১২) নামে দুই বন্ধু মধ্য নদীতে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত্যু বলে ঘোষনা করেন। ওই উপজেলার বসুলগঞ্জ এলাকার রাসেল মিয়ার ছেলে রাফসান ও একই এলাকার নুরুল আমিনের ছেলে মিসকাত বলে জানা গেছে। একই দিনে জেলার আদিতমারী উপজেলার মহিষখোচায় বাড়ির পাশের বাজারে চকলেট কিনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ঝুমকি রানি নামে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধরলা নদীতে গোসল করতে গিয়ে মৃত্যু দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।