
সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পূর্ব জাফলং ইউনিয়ন শাখার আয়োজনে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পূর্ব জাফলং ইউনিয়ন শাখার সভাপতি বিল্লাল হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন আহমেদ’র পরিচালনায় স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ইমরান হোসেন সুমন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান সিরাজ, সুলেমান শিকদার, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান মিয়া, পূর্ব জাফলং যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রফিক শিকদার, রাজিবুল হাসান রাজিব, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আহমেদ সোহেল জয়, পূর্ব জাফলং ছাত্রলীগের সভাপতি সাইদ আহমেদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ, সহ সভাপতি রাজু আহমেদসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
আলোচনা সভার শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।