
নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাটঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবিলাসহ জাতীয় সক্ষমতা অর্জনে সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি শুক্রবার (২৮ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণরনী খাই ইউনিয়নে ইমরান আহমদ কারিগরি কলেজে জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।মন্ত্রী বলেন, দেশে বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠীর যে প্রাচুর্য রয়েছে, তার সুবিধাকে কাজে লাগাতে হলে কারিগরি ধারার শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করে তুলতে হবে।
সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর কাজ করে যাচ্ছে। ইমরান আহমদ কারিগরি কলেজের শিক্ষক মো: কামাল আহমেদের পরিচালনায় কলেজের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র লবিব আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. নাসির উদ্দিন খান, জেলা পরিষদের সাবেক প্রশাসক জয়নাল আবেদিন, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন,কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং, গোয়াইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর
রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সিলেট জেলা পরিষদ সদস্য ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী শামীম আহমদ, জৈন্তা উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক অখিল বিশ্বাস, যুগ্ম সম্পাদক ইয়াকুবআলী,
৬ নং দক্ষিন রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, ৩ নং তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী,ইমরান আহমদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য তামান্না আক্তার হেনা, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ৫ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার,১ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জামাল, ৩ নং তেলিখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী নূর মিয়া, গোয়াইনঘাটের ৭ নং নন্দিরগাও ইউনিয়ন চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল , ডৌবাডী ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন,
দক্ষিন রনিখাই ইউনিয়ন আওয়ামীগের সভাপতি হাজী আব্দুল হাশিম, সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুর রহমান, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, সাবেক যুবলীগ নেতা ইকবাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সামসুল আলম, রুপক চন্দ্র দাস, ফারুকুজ্জামান রানা, রুমেল আহমদ, ওমর আলী, শাহ আলম স্বাধীন, তুহিন বক্স, আহমদ রেজা রুবেল, জুনায়েদ ইভান,