
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী সালুটিকর বাজারে এনআরবি ব্যাংকের ৫৬ তম শাখার উদ্দোগে ব্যাংকটির দশম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের একাধিক বারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাঁটার মাধ্যমে এনআরবি ব্যাংক সালুটিকর শাখায় দশম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এনআরবি ব্যাংকের ৫৬ তম সালুটিকর শাখার ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এনআরবি ব্যাংকের দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব, গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, বিশিষ্ট ব্যাবসায়ী নাছির উদ্দিন,এনআরবি ব্যাংক সালুটিকর শাখার কর্মকর্তা ইয়াসমিন জাহান, মামুন আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী ফরিদ আহমদ, জফুর মিয়া, জিয়াউল হক জিয়া, আব্দুল মুমিন, বিলাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক হেলাল আহমদ বাদশা, আমির মিয়া, সালিক আহমদ সাদী, বদরুল ইসলাম, বিরাই মিয়া, বিলাল উদ্দিন, আলাজুর রহমান, ইমাম উদ্দিন, ফয়েজ আহমেদ প্রমুখ।