
সুজিত কুমার চক্রবর্তী , নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ স্কাউট নাসিরনগর শাখার উদ্যোগে দাঙ্গা প্রতিরোধ ক্যাম্পেইন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ আগস্ট ২০২৩খ্রিঃ নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ হতে দাঙ্গা প্রতিরোধ ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও স্কাউট সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন, থানা অফিসার ইনচার্জ তদন্ত সঞ্চয় কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম। উপজেলা স্কাউট সম্পাদক অরবিন্দু গোপ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মাজহারুল হুদা, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন প্রমুখ।সভায় ১১৯ টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিটে স্কাউট সামগ্রী বিতরণ করা হয়। সভার শেষে প্রধান জাতীয় কমিশনার এর অনুশাসন ৫০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে নাসিরনগর উপজেলায় ১লক্ষ গাছের চারা রোপনের লক্ষে স্কাউট সদস্য ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউট ইউনিট, স্কাউট সদস্য, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সূধীজন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।