
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সরকারি মহাবিদ্যালয় ছাত্রলীগ শাখার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার ১৪ আগস্ট ২০২৩ নাসিরনগর সরকারি মহাবিদ্যালয় মিলনায়তনে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি মোঃ তমাল মিয়ার সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন। ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ আবির ইসলাম বাপ্পি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামিল ফোরকান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, মহাবিদ্যালয়ের প্রভাষক প্রার্থ প্রতিম সোম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শুভ সিদ্দিকী প্রমুখ। আলোচনা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক মন্ডলী ও কলেজের শিক্ষার্থীগণ। সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।