
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে গোয়াইনঘাট প্রেস ক্লাব। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গোয়াইনঘাট প্রেস ক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ১টা ৪৫ মিনিটের সময় গোয়াইনঘাট মডেল মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল মোনাজাত করা হয়। অনুষ্ঠান মালা,মিলাদ ও মোনাজাতে অংশগ্রহন করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, নির্বাহী সদস্য মোঃ আলী হোসেন, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি প্রমুখ। এসময় গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ মিনহাজ উদ্দিন বলেন, আজকের এই দিনে একদল বিভ্রান্ত দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী চক্রান্তের কারণে বঙ্গবন্ধু স্বপরিবারে শাহাদাতবরণ করেছেন। এই দিন আমাদের শোকের দিন। এই দিন আমাদের কান্নার দিন। আমরা এই দিনটিতে শক্তি সঞ্চয় করি এবং সেই শক্তি দিয়ে পথ চলি।