
সিলেটের গোয়াইনঘাটে যথাযথ মর্যাদায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১০ টা উপজেলা প্রশাসনস চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক করে উপজেলা প্রশাসন। এরপর একে একে উপজেলা পরিষদ,এএসপি গোয়াইনঘাট সার্কেল, থানা পুলিশ বিভাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,গোয়াইনঘাট প্রেসক্লাব,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন,উপজেলা অফিসার্স ক্লাব,। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মহিলা বিষয়ক কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর,ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সকল পৌনে ১১টায় উদ্বোধন হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সকাল ১১টায় হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যুবঋণ ও পুরস্কার বিতরণ।
ইউএনও তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বক্তব্য বাখেন,উপজেলাপরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস অধ্যক্ষ ফজলুল হক,অফিসার ইনচার্জ কেএম নজরুল,আ’লীগ সভাপতি মোঃ আসলম,ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক ইসমাইল আলী, সাবেক দপ্তর সম্পাদক মুজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্রপাল ছানা,জেলা পরিষদ সদস্য সুবাস দাস মুক্তিযুদ্ধা কমান্ডার আঃ হক,কর্মকর্তাদের পক্ষ সহকারী কমিশনার ভূমি,কৃষি কর্মকর্তা রায়হান পারবেজ,প্রেসক্লাবের পক্ষে মিনহাজ উদ্দিন যুবলীগের আহব্বায়ক ফারুক আহমদ,যুবলীগনেতা নজরুল ইসলাম ইউপি চেয়ারম্যানদের পক্ষে গোলাম রব্বানী সুমন ও রফিক আহমদ,স্বচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল,ইউপি মুক্তিযোদ্ধা, ই’ফার ,বিভিন্ন ইউপির আওয়ামিলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডেরনেতৃবৃন্দ। বক্তরা সকল ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে জাতির জনকের স্বপ্ন পূরনে কাজ করে শেখহাসিনার হাতকে শক্তিশালী করার আহব্বান জানান।পরে যুবঋণ ও দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন অতিথিরা। বাদ জোহর উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। ছবিঃ(১) গোয়াইনঘাটে জাতীয় শোক দিবসে জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন(২) আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ(৩) যুবঋন ও পুরস্কার বিতরণ। বার্তা প্রেরকঃ মোঃ আব্দুল মালিক গোয়াইনঘাট সিলেট।