
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নদী ও হাওড়ে দেশীয় বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্তি করণ করা হয়। বুধবার ১৬ মার্চ রাজস্ব বাজেটের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে পোনা মাছ অবমুক্তির আওতায় ডাক বাংলো সংলগ্ন লঙ্গন নদীতে, উপজেলা পরিষদ পুকুর,মেদির হাওড়, বাকলংগন, ধরমন্ডল খাস পুকুরে সর্বমোট ৪০৬.২৫ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার সৈয়দ মোঃআলমগীর,উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।