
সিলেটের গোয়াইনঘাটে প্রকৃতিকন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপের নবাগত সদস্যদের ওরিয়েন্টশন ক্লাস ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে জাফলং বিজিবি ক্যাম্পের গ্রীণ রেস্টুরেন্টে প্রকৃতিকন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. বাবলু বখ্ত’র সভাপতিত্বে ও সম্পাদক মো. হিফজুর রহমান খাঁন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. রাকিব হাসান লিপু, আঞ্চলিক উপ-কমিশনার মো. এটি. এম ইকরাম, বাংলাদেশ স্কাউট গোয়াইনঘাট উপজেলার সম্পাদক মো. সরোয়ার্দী, সহকারি কমিশনার শাহজাহান সিরাজ, আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই চম্পক চন্দ্র, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জালাল হোসাইন, মুসলিম নগর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ মামুন খোকন, একে রাসেল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল তালুকদার, মুক্ত স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক রাজিব মিয়া, স্কাউট লিডার সোহেলসহ স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, পর্যটনকেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।