
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংক শাখার খেলাফী ঋণ আদায় উপলক্ষে উপকারভোগী সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার ২৭ আগস্ট ২০২৩খ্রিঃ পল্লী সঞ্চয় ব্যাংক নাসিরনগর শাখার আয়োজনে ৭নং ফান্দাউক ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুক এর সভাপতিত্বে ইউনিয়নে উপকারভোগী সদস্যদের সাথে খেলাফী ঋণ আদায় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পল্লী সঞ্চয় ব্যাংক, ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড ইউ/পি সদস্য মোঃ জাকির মিয়া, ৪নং ওয়ার্ড ইউ /পি সদস্য মোঃ জাকির মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক সমন্বয়কারী, ফান্দাউক ইউনিয়নের উপকার ভোগী/ ঋণ খেলাপী সদস্যগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম উপকারভোগী ঋণ খেলাপী সদস্যদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “একটি বাড়ি একটি খামার” প্রকল্প বর্তমানে ” পল্লী সঞ্চয় ব্যাংক” এই ব্যাংকের সুফল সম্পর্কে অবহিতকরণ করার পর সদস্যগণ তাদের খেলাফী ঋণ সংগে সংগে পরিশোধ করেন এবং পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ ফান্দাউক ইউনিয়নের সকল খেলাপী ঋণ আদায় করার আশ্বাস প্রদান করেন।