
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কয়েছ আহমদ সিলেট জেলা পর্যায়ে (মুক্ত, বুক ও প্রজাপতি সাঁতার) তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে । ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ জানান, ২০২৩ সালে সিলেট জেলা পর্যায়ে সাঁতার(বড়) (মুক্ত, বুক ও প্রজাপতি সাঁতার) এই তিনটি ইভেন্টে কয়েছ আহমদ অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়। কয়েছ আহমদ ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী। এর আগে ২০২২ সালে কয়েছ আহমদ সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলো।
এদিকে তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেছেন সে যেন পরবর্তী পদক্ষেপ বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এ সাফল্যে ধরে রেখে গোয়াইনঘাট তথা সিলেটবাসীর সম্মান বয়ে আনতে পারে। কয়েছকে অভিনন্দন বার্তা প্রেরণকারীরা হলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টতা ও সভাপতি মোহাম্মদ ফারুক আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।