
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ
আম্বরখানা- ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ ইসহাক ও সিলেট ষ্টেডিয়াম মার্কেটের ব্যবয়াসী এম হাফিজুর রশীদ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে আম্বরখানা- ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে কোম্পানীগঞ্জ উপজেলা সদর হইতে মোটরসাইকেল যোগে সিলেটের উদ্দেশ্যে ফিরছিলেন সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ ইসহাক ও সিলেট ষ্টেডিয়াম মার্কেটের ব্যবয়াসী এম হাফিজুর রশীদ।সালুটিকর বাজারের সন্নিকটে আম্বরখানা- ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ১০ নাম্বার এলাকায় আসার পর একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুর বরণ করেন সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ ইসহাক ও সিলেট ষ্টেডিয়াম মার্কেটের ব্যবয়াসী এম হাফিজুর রশীদ। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনার খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব একদল পুলিশ নিয়ে
তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটেযান এবং মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব বলেন, মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনার খবর পেয়ে একদল পুলিশ নিয়ে
তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটেযাই এবং মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য্য মৃতদেহের সাথে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হই।