
এম এ মতিন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করেছে উপজেলা শিক্ষা অফিস। (৭ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিস উক্ত তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বরা হলেন- শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, শ্রেষ্ট বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমরান হোসেন সুমন, শ্রেষ্ট প্রধান শিক্ষক (পুরুষ) তোয়াকুল ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির উদ্দিন, শ্রেষ্ট প্রধান শিক্ষক (মহিলা) ফতেহপুর ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা বেগম। শ্রেষ্ট সহকারী শিক্ষক (পুরুষ) গোয়াইনঘাট সদর ইউনিয়নের পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শ্রেষ্ট সহকারী শিক্ষক (মহিলা) পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আক্তার,শ্রেষ্ট বিদ্যালয় তারুখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব প্রত্যুল চন্দ্র সরকার জানান, বাছাই পর্বের মাধ্যমে উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের তালিকা জেলাতে পাঠানো হয়েছে। এসময় সকল শ্রেষ্ঠত্বদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।