
নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের নওয়াগাওঁ গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট আইনজীবী, ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটিতে সহ- সাংগঠনিক সম্পাদকের ।দায়িত্ব পেয়েছেন। তিনি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ওসমান গনির জৈষ্ঠ্যপুত্র। ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান সেলিম এর আগে সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আংশিক কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করায় বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়ছার কামালের ভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান সেলিম।