রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জৈন্তাপুরে বিজিবি’র মতবিনিময় ও মেডিক্যাল ক্যাম্প

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ

সীমান্তের অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সীমান্ত জনপদের মানুষজনের অংশগ্রহণে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা এবং সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আয়োজনে এ মতবিনিময় সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার লাবনী, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, মোস্তাক আহমেদ চৌধুরী, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, স্থানীয় মুরব্বি আব্দুস সাত্তার, শ্রীপুর পাথর কোয়ারী সমিতির সভাপতি আব্দুল আহাদ, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অলিউর রহমান সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা। মতবিনিময় সভায় বিজিবির পক্ষ থেকে সীমান্তে সুরক্ষা ও মানুষের জানমাল রক্ষায় জনসচেতনতামূলক বক্তব্য ও দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতে পূর্বের মতো পাথর কোয়ারী খুলে দেওয়ার বিষয়টি বিজিবির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে নেওয়ার আহ্বান জানান।
তারা বলেন, কোয়ারী বন্ধ থাকায় সীমান্তে চোরাচালান বেড়ে গেছে। এ উপজেলার সিংহভাগ শ্রমিক পাথর উত্তোলনের কাজে জড়িত। এখন পাথর উত্তোলনের অনুমতি না থাকায় তারা বাধ্য হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাচ্ছে। যার ফলে প্রাণহানিসহ ভারতে আটকের ঘটনা ঘটছে।
মতবিনিময় সভায় (৪৮ বিজিবি) সিলেটের অধিনায়ক লে. কর্নেল হাফিজ রহমান সীমান্ত জনপদের মানুষজনের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের এপার-ওপার অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমান্ত রেখায় বিভিন্ন সীমান্তনদী, পাহাড়ি ছড়া বা এর আশপাশের এলাকায় অবৈধভাবে যাতায়াত ও সীমান্তের শূন্য রেখায় কোন ধরনের গবাদিপশু না চড়ানো, নারী-শিশুসহ মানবপাচার এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার জন্য সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি আরও বলেন, দেশের স্বার্থে বিজিবি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। গত ৫৪ বছরের ইতিহাসে জুলাই-ডিসেম্বর ২০২৪, এই ০৬ মাসে ৪৮ বিজিবি কর্তৃক রেকর্ড সংখ্যক ১১৫ কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়েছে। সকলকে আইন মেনে চলার, সৎ জীবনযাপন করার এবং দেশের স্বার্থে বিজিবি, প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে সহায়তা করার অনুরোধ জানান। সকলে একত্রে সৎভাবে কাজ করলে দেশের উন্নতি অবশ্যম্ভাবী বলে তিনি আশাব্যাক্ত করেন।
সভা শেষে বিজিবি’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় সীমান্তবর্তী এলাকা এবং প্রান্তিক এলাকা থেকে আগত নারী-পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ গ্রহণ করেন।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

বৃহত্তর জৈন্তায় ঘরে ঘরে গ্যাস ও স্থানীয়দের চাকুরীর দাবীতে স্মারকলিপি

জাফলংয়ে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

গোয়াইনঘাটে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় আহত ১১

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

এনআরবি ব্যাংক জাফলং শাখার ইংরেজি নববর্ষ উদযাপন

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোয়াইনঘাটে পিঠা উৎসব ও বইমেলার উদ্বোধন

বিজিবি’র অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাট সীমান্তে ৪৮ বিজিবি’র অভিযানে ভারতীয় চিনি ও চা-পাতা আটক

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুতে পূর্ব জাফলং বিএনপির শোক প্রকাশ