শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারীতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২:০০ টা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত জাফলং ইসিএভুক্ত এলাকার জাফলং  ব্রীজ পয়েন্ট, জাফলং চা বাগান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম।
অভিযানে ১০ টি ইঞ্জিন নৌকা, ২০টা বার্কি নৌকা, বালু লোডিং-আনলোডিং কাজে ব্যবহৃত লোহার ২ টি পুলি জব্দ করাসহ ২ শ্রমিককে আটক করা হয়। গ্রেফতার শ্রমিকরা হলেন গোয়াইনঘাটের ডৌবাড়ি ইউনিয়নের বলেশ্বর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে মোঃ আব্দুল মতিন (৩৫) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুল আমিন (২২)।
এসময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলামসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম বলেন, প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় নির্বিচারে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে দেখাযায় জাফলং চা-বাগানের নদী তীরবর্তী মাটি ও বালু শ্রমিক দিয়ে কেটে সেগুলো জাফলংয়ের নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় স্তুপ করে রাখা হয়েছে। স্তুপীকৃত বালু ও পাথর পরিমাপ করতে প্রশাসনের পক্ষ থেকে সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - গোয়াইনঘাট