গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য সুহিন মাহমুদ’র বিদেশ যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমনের পরিচালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা সুহিন মাহমুদের প্রবাস জীবনে তার সাফল্য কামনা করে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সুহিন মাহমুদ পেশাগত জীবনে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে কাটানো দিনগুলো আমার জন্য মধুর স্মৃতি হয়ে থাকবে আজীবন। প্রবাসে বসবাস করলেও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে সম্প্রীতি ও ভালোবাসার সংযোগ বিচ্ছিন্ন হবে না বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সদস্য আলী হোসেন, মিনহাজ মির্জা, রফিক সরকার, বিল্লাল হোসেন, রিয়াজুল ইসলাম, সাইদুল ইসলাম, সাংবাদিক রুবেল আহমদ প্রমুখ।
পরে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেয়া হয়। বিজ্ঞপ্তি