শুক্রবার , ২১ মার্চ ২০২৫ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গোয়াইনঘাটে ছেলের হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে কাঁদলেন বাবা

সিলেটের গোয়াইনঘাটে কলেজ শিক্ষার্থী সাহেল আহমদ শাহরিয়ারকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছ।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের জনসাধারণ, ছাত্র জনতা, গোয়াইনঘাট উপজেলা ও কলেজ ছাত্রদল এবং গোয়াইনঘাট মটরবাইক সমবায় সমিতির যৌথ আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী সাহেল আহমদ শাহরিয়ারের বাবা মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান এম এ রহিম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদ আহমদ ও আব্দুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য আমিরুল ইসলাম আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সদস্য আজমল হোসেন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসনাত, জেলা ছাত্র জমিয়তের সভাপতি জাকির হোসেন, সমাজসেবক ওমর ফারুক, সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দ রব, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তানিম, গোয়াইনঘাট মোটরবাইক সমবায় সমিতির নেতা তানজিম রানা ও আল-আমিন আহমদ প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণ করে নিহত কলেজ শিক্ষার্থী সাহেল আহমদ শাহরিয়ারের বাবা মুজিবুর রহমান কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বুকের ধনকে তারা কি কারণে খুন করেছে তা এখনো ঠিক ভাবে জানতে পারিনি, বর্তমান সরকার ও প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার ছেলে চলে গেছে, আর যেন কোনো মায়ের কোল এভাবে খালি না হয়। আমার ছেলের হত্যাকারীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে সাজা দেওয়া হয়, হত্যাকারী সবাইকেই যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এ সময় বক্তব্য দিতে দিতে কান্নায় ভেঙে পড়েন মুজিবুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাহেল শাহরিয়ার অত্যন্ত ভদ্র ছেলে। তাকে মোটরবাইক গতিরোধ করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। যারা সাহেলকে হত্যা করেছে তারা এখনো বাইরে ঘুরাফেরা করছে।আমরা প্রশাসনকে হুশিয়ার করছি, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা বলেন, এর ব্যাত্যয় ঘটলে অবরোধের মতো আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, সাহেল আহমদ শাহরিয়ারকে হত্যা মামলায় আসামি আটকে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁরা।
উল্লেখ্য চলতি মাসের ১৮ই মার্চ মঙ্গলবার ভোর রাতে মোটরসাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা কলেজ শিক্ষার্থী সাহেল আহমেদকে হত্যা করে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তার বাবা মুজিবুর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্যেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা করেন।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

সীমান্তে বিজিবি’র অভিযানে এক কোটি ৭৫ লাখ  টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১ কোটি ২৮ লাখ টাকার পণ্য জব্দ

গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর শীতবস্ত্র বিতরণ

গোয়াইনঘাটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সদস্য সংগ্রহ কর্মসূচি

সংবাদ সম্মেলনে জাফলং ছাত্রদলের অভিযোগ: শ্রমিকদের দিয়ে মিথ্যা ভিডিও তৈরি করে মানহানি করা হচ্ছে

জাফলংয়ে ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে ফের ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

জাফলংয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেট সীমান্তে আবারও বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ