রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

ক্রিকেটের সাফল্য ধরে রাখতে খেলোয়াড়দের প্রতিভাকে মূল্যায়ণ করতে হবে: হাকিম চৌধুরী

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ

ক্রিকেটের অব্যাহত সাফল্য ধরে রাখতে কোনো প্রকার পক্ষপাত না করে খেলোয়াড়দের প্রতিভাকে মূল্যায়ন করে ট্যালেন্ট হান্টিং প্রক্রিয়ার মাধ্যমে মফস্বল থেকে নতুন নতুন প্রতিভা খুুঁজে বের করতে হবে। ক্রিকেটে বাংলাদেশ দলের সাফল্যধারা বহাল রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা যথেষ্ট থাকার পাশাপাশি ক্রীড়া প্রেমীদের এগিয়ে আসতে হবে। গোয়াইনঘাটে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম চৌধুরী এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দু’টি বিষয় আমাদের দেশকে পৃথিবীর বুকে ভিন্নভাবে পরিচয় করিয়ে দেয়। প্রথমত একুশে ফেব্রুয়ারি ও দ্বিতীয়ত ক্রিকেট। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে সম্ভাবনাময় ক্রিকেটারকে তুলে আনার দায়িত্ব বিসিবিকে নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি জায়গায় ক্রিকেটারদের মধ্যে তৈরি করতে হবে তুমুল প্রতিযোগিতা। এতে করে বাংলাদেশ দলের আজকের সাফল্যের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। মফস্বল পর্যায়ে এত জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় গোয়াইনঘাট উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা ক্রিকেট এসোসিয়েশন আয়োজনে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শেষে গোয়াইনঘাট উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য আবুল কালাম আজাদ ও সাইদুর রহমানের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, জাহিদ খাঁন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।
উৎসবমুখর পরিবেশে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় রুস্তমপুর ইউনিয়ন ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বিছনাকান্দি ইউনিয়ন ক্রিকেট দল।।ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেয়া হয়।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকদের দক্ষতা বাড়াতে জাফলংয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

গোয়াইনঘাট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জাফলংয়ে নলজুরী ছাত্র পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বিজিবি’র অভিযানে ১ কোটি ৮০ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

তারুণ্যের উৎসবে জাফলংয়ে আদিবাসী প্রমিলা ফুটবল উৎসব অনুষ্ঠিত

জৈন্তাপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন হাকিম চৌধুরী

জাফলংয়ে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

গোয়াইনঘাটে যুবদলের আনন্দ মিছিল ও পথসভা

সিলেট সীমান্তে ফের ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ