
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব জাফলং ইউনিয়ন শাখার উদ্যোগে প্রোডাক্টিভ রমাদান সেমিনার ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাকিব আহমেদের সভাপতিত্বে ও বায়তুলমাল পূর্ব জাফলং ইউনিয়ন শাখার সম্পাদক মারুফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক আদিলুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মহসিনুল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ইমরান আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন শাখার পেশাজীবী জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন, পূর্ব জাফলং ইউনিয়ন জামায়াতের ইসলামী সেক্রেটারি আজিজ রেজা, পূর্ব জাফলং ইউনিয়ন যুব জামায়াতে ইসলামীর সহ-সভাপতি সোহেল আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নাজিম উদ্দীন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বুরহান উদ্দীন, ছাত্রশিবির জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি সুলতান আহমেদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশাররফ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সহ-সভাপতি নাদিম মাহমুদ, জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, সাধারন সম্পাদক সাব্বির আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক উসমান আলী, ক্রীড়া সম্পাদক রাহেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব আলোচনা সভায় রমাদানের তাৎপর্য, আত্মগঠনের গুরুত্ব ও ইসলামী জীবন ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রসমাজকে রমাদানের সঠিক শিক্ষা গ্রহণের আহ্বান জানানো হয় এবং আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী আদর্শে জীবন গঠনের তাগিদ দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ফয়সল আহমদ মাহি।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্থীদের মাঝে অনুবাদসহ কোরআন বিতরণ করা হয়।