বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
জুন ১৯, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ

 

স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি-এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি’র ম্যানেজার শেলি তেরেজা কস্তা’র সভাপতিত্বে ও শিশু সুরক্ষা কর্মকর্তা দিপঙ্কর জেত্রা’র সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান, আলীরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও শিক্ষক নূরুল হুদা, পরগনা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিত বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে শিশুশ্রমের আওতাভূক্ত ১০টি পূণরায় স্কুলগামী ইচ্ছুক শিশুদের পরিবারকে ১৮ হাজার টাকা করে সহযোগিতা করা হয়। ওই ১০টি শিশু পূণরায় স্কুলগামী হয়েছে। যাতে ওই পরিবারকে জীবন-জীবিকা চালাতে সহজ হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, আজকের শিশুরাই-আগামী দিনের ভবিষ্যত। শিশুদের সঠিক মানুষ হতে হলে ভালোভাবে পড়ালেখা করতে হবে। সরকার শিশুদের পড়ালেখার জন্য শিক্ষাবৃত্তির পাশাপাশি নানা উপকরণ বিনামূল্যে দিচ্ছে। তাই অভিভাবকরা শিশুদের কাজে না দিয়ে বিদ্যালয়মুখী করতে হবে।

জোর করে কোনো শিশুকে কাজে পাঠানো যাবে না। এটা দণ্ডনীয় অপরাধ। শিশুশ্রম প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার, সমাজ, প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাসহ সমন্বিতভাবে কাজ করতে হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জাফলংয়ে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বিজিবির অভিযানে সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

গোয়াইনঘাটে ছাত্রদলের ৭ কমিটিতে স্থান পেলেন যারা

বিজিবি’র অভিযানে ১ কোটি ৮০ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

জাফলংয়ে টিসিবির চাল জনতার হাতে আটকের ঘটনায় স্মারকলিপি প্রদান

জাফলংয়ে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

জাফলংয়ে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

বিদেশ যাত্রা উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য সুহিন মাহমুদ’র বিদায়ী সংবর্ধনা প্রদান