সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

যারা রোজাকে পূজার সঙ্গে তুলনা করে তারা সরাসরি ইসলামের শত্রু: গোয়াইনঘাটে মঞ্জুরুল ইসলাম আফেন্দি

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
অক্টোবর ১৩, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিকল্প নেই বলে মন্তব্য করে সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো নিজের মধ্যে ইনসাফ বা ন্যায়ের চর্চা প্রতিষ্ঠা করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্বশীলরা যদি ন্যায়পরায়ণতা ও ভারসাম্য বজায় রাখেন, তবে দেশে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা অনায়াসেই সম্ভব।

তিনি বলেন, ইনসাফ ইসলামের শিক্ষা। যারা ইসলামের নামে রাজনীতি করে অথচ তলে তলে ইসলামের ক্ষতি করে, তাদের ক্ষমতায় আসার সুযোগ দেওয়া যাবে না। ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে হক ও সত্যের পক্ষে থাকতে হবে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার মাঠে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আরও বলেন, যারা রোজাকে পূজার সঙ্গে তুলনা করে তারা সরাসরি ইসলামের শত্রু। আমরা গৌরবময় ইতিহাসের ধারক হয়ে রাজনীতিতে এসেছি। ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম করাই আমাদের লক্ষ্য। কেউ কেউ ইসলামের নাম নিয়ে রাজনীতি করলেও নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করছে। এসব সুযোগসন্ধানীদের জনগণকে প্রত্যাখ্যান করতে হবে।

গণসমাবেশ বাস্তাবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা গোলাম আম্বিয়া কয়েসের সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আলিমুদ্দিন দুর্লভপুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী।

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া, সিলেট জেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা শায়খ আতাউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মুফতি আব্দুল মুসাব্বির, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ, দারুস সালাম লাফনাউট মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিমসহ জমিয়তে ইসলাম বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত এ গণসমাবেশ শেষে জমিয়ত ও এর অঙ্গসংগঠনের কয়েক সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে এক মিছিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিতের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার লাশ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ

গোয়াইনঘাটে গনঅধিকার পরিষদের উদ্যোগে  ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাটে যুবদলের আনন্দ মিছিল ও পথসভা

ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন

জাফলংয়ে বন্ধন যুব সংঘের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

বিছনাকান্দি পাথর কোয়ারি পরির্শনে শ্রমিক দলের নেতৃবৃন্দ

সংবাদ সম্মেলনে জাফলং ছাত্রদলের অভিযোগ: শ্রমিকদের দিয়ে মিথ্যা ভিডিও তৈরি করে মানহানি করা হচ্ছে