
গোয়ানঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, গোয়াইনঘাট উপজেলা (প্রাথমিক) সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজোলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে। আগামীর সুন্দর মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ছেলেমেয়েদের অনৈতিক কাজ থেকে বিরত রাখতে শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের সচেতন থাকার ও অনুরোধ করেন।
পরে উপস্থিত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।